Thursday, October 1, 2015

মিছিল

আমার নির্মেদ পংতির মিছিলে
লাল কালো নীল অক্ষর  গুলো
মাঝে মাঝেই ধোয়াশা হয়ে যায়ে।
সংলাপ হয়ে উঁকি মারে এধার ওধার  থেকে ,
দূর থেকে ছুয়ে দেই মনে  মনে ,
মিছিল থেকে বেরিয়ে এ কোন আইন অমান্য
এ কোন প্রতিবাদ ?
এ কেমন পরিভাষা ?

4 comments:

Unknown said...

lekha thamio na...chaliye jao

Paramita pragya Bhowal said...

Hoye othe na.Jatoi chesta kori. Aste piste jibon joriye daye anya kothao.

Maniparna said...

ভারি ভালো লাগলো... :-)

Paramita pragya Bhowal said...

Dhonyobad .

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger