লোভ গুলো যেন কেমন কেমন
দিশেহারা স্বপ্নের স্ফুলিঙ্গ যেমন।
সেই কবে কোথাও আঙুল ছুয়ে শিহরণ
সেই লোভ জেগে ওঠে অকারণ।
পুষে রাখা গোপন কল্পনা
অযথা যখন তখন লোভ দেখিয়ে দেয়ে হানা ।
পুরনো ব্যথা গুলো উঁকি মারে অকারণ
লোভী করে তোলে বিনাকারণ।
ইচ্ছে করে বলি , আয়ে জড়িয়ে ধরি,
আবহমান কাল তোকে আগলে রাখি।
নিশুতি রাতে লোভ আমাকে ঘিরে ধরে ,
নাগপাশে বেঁধে অলীক স্বপ্নজালে লোভী করে তোলে ;
লোভ হয় ভালবাসা পেতে
লোভ হয় অনাবিল প্রেমে ভাসতে।
লোভ হয় ইচ্ছেডানা ভর করে উড়ে যাই
লোভ হয় ডানাকাটা পরী হয়ে রয়ে যাই।
লোভের কাছে দায়বধ্যতা
হীন্যমনতা নাকি আদিখ্যেতা।
কপাল পুড়লে কি লোভের পাল্লা হয় ভারী ?
নাকি লোভের পাল্লাতে হয় পোড়া কপালি ?
লোভের নাকি অনেক ধারা
কিছু মন্দ, কিছু সুন্দর তারা।
লোভের গন্ধে মাখামাখি হয় যখন মন
সযত্নে বোঝাই হৃদয়ের রক্তক্ষরণ।
মনি মুক্ত জহরতে লোভ ছিলনা কোনোকালে
শান্তির লোভ ছিল কিন্তু চিরকালই ।
মাঝে মাঝে আমি খুব লোভী হয়ে যাই
পরে আবার অযথাই পস্তাই।
পারমিতা প্রজ্ঞা
