নীল খামের ভেতর চিরকূট না চিঠি ?
খামখেয়ালী বর্ণ গুলো মিছিল করে
ছন্দহীন সৈকতে ঝাপট লাগাত ,
অক্ষরগুলো শব্দের সাজঘরে মহড়া দিত ,
রোমাঞ্চের জোয়ারে শিহরিত
সমুজ্জল সেইসব প্রতিশ্রুতি আর আশ্বাস
ভরসার জাদুকাঠি
নির্দিধায়ে শীস দিতে দিতে ভোর রাতে জোয়ার মুখি।
বেপরওয়া চলে যাওয়া
আভাস হীন ঝড় ,
অবাধ্য ঢেউ একরাশ হাসির খোরাক,
নগ্ন হোলো নীল খামের ছলনা।
টুপ টাপ অশ্রু
রাশি রাশি বিদ্রুপ
মিছিল করে শব্দ গুলো রং পাল্টালো।
বিষাদ গুলো যখন হোলো ভোকাট্টা
বহু যুগ পর আজ আবার সাড়া।
(পারমিতা প্রজ্ঞা )