Thursday, January 7, 2016

নীল খাম/ পারমিতা প্রজ্ঞা/(চিলেকোঠা ওয়েবজিন)

নীল  খাম 
পারমিতা  প্রজ্ঞা
বহু  যুগ পর আজ আবার সাড়া  ;
নীল খামের ভেতর চিরকূট না চিঠি ?

খামখেয়ালী বর্ণগুলো মিছিল করে
ছন্দহীন সৈকতে ঝাপট লাগাত,

অক্ষরগুলো শব্দের সাজঘরে মহড়া দিত,
রোমাঞ্চের জোয়ারে শিহরিত
সমুজ্জ্বল সেইসব প্রতিশ্রুতি আর আশ্বাস
ভরসার জাদুকাঠি
নির্দ্বিধায় শিস  দিতে দিতে ভোর  রাতে জোয়ার মুখি।

বেপরোয়া চলে যাওয়া
আভাসহীন ঝড়,
অবাধ্য ঢেউ একরাশ হাসির খোরাক,
নগ্ন হল নীল খামের ছলনা।
টুপটাপ অশ্রু
রাশি রাশি বিদ্রুপ
মিছিল করে শব্দগুলো রং পাল্টালো।

বিষাদগুলো যখন হোলো  ভোকাট্টা     
বহু  যুগ পর আজ আবার সাড়া।

কথা



কিছু কথা থাক অজানা
কিছু কথা খুব চেনা।
কিছু কথা পোষ  মানেনা
কিছু শুধুই খেয়ালিপনা।

কিছু কথা তীক্ষ্ন
কিছু আবার ভোতা
কিছু  কথা ধারালো
কিছু কিন্তু অবান্তর।

কিছু কথা বেশ দামী
কিছু আবার কম দামী।
কিছু কথা বেশ ভারী
কিছু আবার হালকা জানি।  

 কিছু কথা সাদা
কিছু আবার কালো।
কিছু কথা রঙীন
কিছু আবার ঝলমল।

কিছু কথা চেঁচিয়ে
কিছু আবার ফিসফিস ,
কিছু আবার জোরে
কিছু আবার ইঙ্গিত।

কিছু কথা নিঃশব্দ
কিছু আবার জোরালো ;
কিছু কথা অগোছালো
কিছু আবার ভীষণ ভালো।

কিছু কথা সবাক
কিছু আবার নির্বাক ,
কিছু কথা কবিতা ,
কিছু আবার বাচালতা।

কথা যখন কথাকলি ,
কথায় তখন নামাবলী ;
কথা যখন চুপ কথাটি
কথার প্রাণে মন টানে কি ?

হৃদয় যখন কথা বলে
মনের কথা বোলো  তারে।
নীরবে যখন  কথারা সব
নিভৃতে লুকায়  কথা সব। 

কথায়ে কথায়ে কথা বাড়ে
কথার পিঠে কথা চলে।
কথার কোনো নেই বালাই
কথার হিসেব ও  নেই তাই।




Friday, January 1, 2016

ক্লান্ত ইতিহাস


ইতিহাস ক্লান্ত;
পাতায়ে পাতায়ে লেখা
উন্মাদনার কোলাহল।

ম্রিয়মান সংহতি বুলি
সংযমের ঘরে চুরি
সংকল্প  দিশাহীন।

অবৈধ চাদরে
অবোধ  জোছনা বিলাস
চাঁদের রূপে অন্তর্লীন।

নীলাভ শাড়ির আঁচলে
রুপালী তারার ঝিলমিল
কুত্সিত প্রসাধন।

নির্মম প্রতিশোধ
করাতের কর্কশ টান
সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।

কোদাল দিয়ে চাছা
শিশুর আর্তনাদ,
আনন্দম তবু পিয়াস আঁখি।


সুবাসিত আতরের ঘ্রাণ
আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে
পোষা কালসাপ।

( পারমিতা  প্রজ্ঞা ভাওয়াল )



Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger