
কিছু কথা খুব চেনা।
কিছু কথা পোষ মানেনা
কিছু শুধুই খেয়ালিপনা।
কিছু কথা তীক্ষ্ন
কিছু আবার ভোতা
কিছু কথা ধারালো
কিছু কিন্তু অবান্তর।
কিছু কথা বেশ দামী
কিছু আবার কম দামী।
কিছু কথা বেশ ভারী
কিছু আবার হালকা জানি।
কিছু কথা সাদা
কিছু আবার কালো।
কিছু কথা রঙীন
কিছু আবার ঝলমল।
কিছু কথা চেঁচিয়ে
কিছু আবার ফিসফিস ,
কিছু আবার জোরে
কিছু আবার ইঙ্গিত।
কিছু কথা নিঃশব্দ
কিছু আবার জোরালো ;
কিছু কথা অগোছালো
কিছু আবার ভীষণ ভালো।
কিছু কথা সবাক
কিছু আবার নির্বাক ,
কিছু কথা কবিতা ,
কিছু আবার বাচালতা।
কথা যখন কথাকলি ,
কথায় তখন নামাবলী ;
কথা যখন চুপ কথাটি
কথার প্রাণে মন টানে কি ?
হৃদয় যখন কথা বলে
মনের কথা বোলো তারে।
নীরবে যখন কথারা সব
নিভৃতে লুকায় কথা সব।
কথায়ে কথায়ে কথা বাড়ে
কথার পিঠে কথা চলে।
কথার কোনো নেই বালাই
কথার হিসেব ও নেই তাই।