
আমাদের ইচ্ছে বাগানে
রঙ বেরঙ এর ফুলের সমারোহ।
ইচ্ছে মতো খেলা করা
পাতাবাহার ও আছে সেথা।
তুমিও কি নিদারুন আমেজে
লুকোচুরি খেল অবিরাম।
আমিও ইচ্ছে সাজাই বাগান,
নিপুন হাতে সাজিয়ে চলি।
চাইলেই মেঘ দেয় বৃষ্টিজল
চাঁদ মেলে দেয় জোছনার চাদর ,
পৃথিবীর মাপের চেয়ে অনেক বড়
সর্বনাশের ধ্বজা উড়িয়ে;
বুকের সংগোপনে উপনিবেশ
তোমার আমার অজস্র ব্যথা।
সেই না বলা কথাগুলো প্রজাপতির ডানাতে
ভ্রমরের গুঞ্জনে ভেসে বেড়ায়ে।
ফুলের রেণু মেখে নির্বাক অবাক
গালিচাতে পাশাপাশি মাখামাখি।
বুকের পাঁজরের খাঁচে খাঁচে
আমাদের ইচ্ছে বাগানে শান্তি সমাধি।
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১৫ই এপ্রিল ২০১৬/ ২রা বৈশাখ১৪২৩)