
মৌনতা আর নীরবতা দুই সই ....
December 10, 2013 at 2:50pm
তুমি বললে , কিছু লেখো
আমি বললাম , আমিতো লেখিকা নই।
তুমি বললে , একটা ছোট কবিতা
আমি বললাম , আমিতো লেখিকা নই।
তুমি বললে , একটা ছোট কবিতা
আমি বললাম , কবি আর আমি?
তুমি বললে ,ঠিক আছে , যা মনে আসে
আমি বললাম , মন? সেতো আর নেই ,সেই কবেইতো হারিয়ে গেছে ;
আমি বললাম , মন? সেতো আর নেই ,সেই কবেইতো হারিয়ে গেছে ;
তুমি বললে প্রাণ?
আমি বললাম ,সেটা আছে ,কিন্তু জর্জরিত ,জীর্ণ ,বাকরুদ্ধ।
তুমি মুচকি হেসে বললে , তবে মৌনতার ভাষা তুমি জানো। শেখাবে?
আমি বলি একগাল হেসে , হ্যা, কিন্তু খুব কঠিন। পারবেতো???
তুমি চুপ ,আমিও।
প্রজ্ঞা পারমিতা
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.