জিজ্ঞাসা তাকেই-----
আমরণ মিথ্যাচার
রাগ অনুরাগ প্রেমের সম্ভাষণ।
সূক্ষ কৌশলে
সংগোপনের ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
সেক্স এপিল নেইতো কি?
সততা আর স্বপ্ন
দিন আর রাত
ভালোবাসা আর ঘৃণা
আলো আর আঁধারের মাঝে ও
কিছু অদ্ভুত অসাধারণ অব্যক্ত বোধ বাস করে।
সেক্স এপিল নেইতো কি?
শরীর আর মনের সংযোগ স্থলে থাকে একটা সাঁকো ;
কেউ থেমে থাকে এক পাসেই ,
কেউ কেউ পেড়িয়ে যায় অকপটে, সাহসে।
(প্রজ্ঞা পারমিতা )
২২ সেপ্টেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
আমরণ মিথ্যাচার
রাগ অনুরাগ প্রেমের সম্ভাষণ।
সূক্ষ কৌশলে
সংগোপনের ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
সেক্স এপিল নেইতো কি?
সততা আর স্বপ্ন
দিন আর রাত
ভালোবাসা আর ঘৃণা
আলো আর আঁধারের মাঝে ও
কিছু অদ্ভুত অসাধারণ অব্যক্ত বোধ বাস করে।
সেক্স এপিল নেইতো কি?
শরীর আর মনের সংযোগ স্থলে থাকে একটা সাঁকো ;
কেউ থেমে থাকে এক পাসেই ,
কেউ কেউ পেড়িয়ে যায় অকপটে, সাহসে।
(প্রজ্ঞা পারমিতা )
২২ সেপ্টেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited