
কদম ফুলে,কৃষ্ণচূড়ার লালে ,
খোঁপার কপৌ তে ,বকুল এর বুকে ,
গন্ধরাজ এর পাপড়িতে ,সুগন্ধি লেবু পাতাতে ,
জামরুলের গায়ে ,ব্লিডিং হার্ট এর হৃদয়ে,
মাধবীর মধুতে ,জং ধরা টিনের ট্রাঙ্কে ,
মনের ডায়েরিতে লুকিয়ে রেখেছি তোমার প্রেমকাব্য।
সবুজ খাম , হলুদ খাম, সোনালী খাম,
সাদা সবুজ আরো কত বর্ণের কাগজে
লাল কালো নীল সবুজ কালিতে সেই সব মনোহারি পত্রলেখা ।
বিবর্ণ কিছু কিছু সময়ের সাথে ,
কিছু এখনো উজ্জ্বল।
তোমার ছোঁয়া , তোমার গন্ধ ,
আতরের সেই ফিকে হয়ে আসা সুবাসে ,যত্নে আচ্ছন্ন।
কিছু পপির পাপড়ি লাল থেকে হয়েছে পেঁয়াজি ,
কিছু লাল গোলাপের কুঁড়ি ,শুকিয়ে কাঁদছে বুঝি ।
কিছু ঝাউ এর পাতা ,একটু যেনো হারিয়েছে সজীবতা ,
দুটো ম্যাগনোলিয়া রয়েছে কাতর হয়ে এক সাথে পাশাপাশি।
আমার জং ধরা ট্রাঙ্কের কোলে ছড়িয়ে ছিল আরো কিছু টুকরো আশা।
তাদের ছুঁয়ে সজীব হলো হিয়া ,
তোমাকে ছুঁয়েই তাই আজ ,লাল জলে ডুবে যাওয়া।