ভালোবেসে লোহিত কণিকা বর্ণহীন
আবহমান কাল ধরে এতো প্রীতি কোথায় লুকোনো ছিল।
দূর হতে দূর হয়েছি।
যতবার কাছে যাই ছুঁয়ে আসি অজান্তেই ,
প্রলাপে আঁকা আমার ব্যথর্তা।
বৃত্তের মধ্যেই ঘুরপাক ;
আধরা প্যাশন,
মাতাল তো হইনা যদিও নিয়েছি মাত্র সাত পেগ,
সজাগ হয়ে ওঠে মস্তিষ্কের কোষ ,
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত।
ভুল গুলো কে ঘুমের ওষুধে চুবিয়ে রাখার প্রয়াস।
স্রোত আমাকে নিয়ে চলে।
নিঝুম দুপুর থেকে গভীর রাত কেঁপে কেঁপে ওঠে ওষ্ঠ ,
কখনো নৈঃশব্দ্য বেজায় দুর্বহ, বড় বেদনার হয়ে ওঠে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
আবহমান কাল ধরে এতো প্রীতি কোথায় লুকোনো ছিল।
দূর হতে দূর হয়েছি।
যতবার কাছে যাই ছুঁয়ে আসি অজান্তেই ,
প্রলাপে আঁকা আমার ব্যথর্তা।
বৃত্তের মধ্যেই ঘুরপাক ;
আধরা প্যাশন,
মাতাল তো হইনা যদিও নিয়েছি মাত্র সাত পেগ,
সজাগ হয়ে ওঠে মস্তিষ্কের কোষ ,
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত।
ভুল গুলো কে ঘুমের ওষুধে চুবিয়ে রাখার প্রয়াস।
স্রোত আমাকে নিয়ে চলে।
নিঝুম দুপুর থেকে গভীর রাত কেঁপে কেঁপে ওঠে ওষ্ঠ ,
কখনো নৈঃশব্দ্য বেজায় দুর্বহ, বড় বেদনার হয়ে ওঠে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited