
কিছু অপূর্ব প্রজাপতির সমাবেশ;
সারাদিন কেটে যায় তাদের বর্ণময় খেলাতে ,
মনোরম স্নিগ্ধ ওদের ভেসে বেড়ানো
ডানা তে রূপের কারুকাজের সম্ভার;
স্বপ্নগুলোই কী ভেসে বেড়ায় রঙিন হয়ে ?
প্রাজ্ঞজন কী বলবে ?বিজ্ঞজন?
আমার মস্তিষ্কের ডোপামিনের হেরফের ?
ডানাতে স্বপ্নের অলীক বাসনা নিয়ে ওরা চারপাশ করছে রঙিন ।
তিতলি সব উচ্চ্বাসে ভরপুর ;

আমার উদাসীনতা হয় উধাও
মনে মনে নতুন স্বপ্নের জাল বুনি ,
প্রহর গুনি।
আবেগ আর বিবেক সৎ ভাই
প্রজাপতি ছুঁয়ে সাঁকো পেরোতে চায়।










