
ধূসর দৃষ্টিতে তবু ছুঁয়ে যাওয়া।
আদোলে আদর
সোহাগের রামধেনু মেখে প্রেম দেয় হানা ;
কলুষিত বাতাস,বিদ্যূৎ প্রবাহ।
ক্ষত কে পরিত্যক্ত করার অনুশীলন
ছাকনি দিয়ে ছাকি ব্যাথা ,
ক্ষতকে আলিঙ্গনে দেই বিদায় ,
ক্ষত নিয়ে নয় আর যাপন
রক্তাক্ত মনের সম্ভাষনে উদযাপন।
১০ই ডিসেম্বর ২০১৬ © Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited