Friday, December 16, 2016

অকবিতা


কবিতা আমার হয়নি কখনো
কবি ছুটি নিলো তাই ;
অকবিতা কে আগলে পথ চলা  একাই।

 কতো শত দিন বলে যাই  কতো কথা
ভেবেছি তুমি শুনছো হৃদয় দিয়ে আমার আকুলতা।
আজ বুঝি সবটাই ছিল মূর্খের পাঠশালা।

দিনান্তের উপলব্ধিতে দগ্ধতার ছায়া ,
একটুখানি ছুঁয়ে থাকা।
অপরিসীম পাওয়া।

সত্য আর স্বপ্নের মাঝে
বাস  করে মায়া
লেলিহান শিখা তে তোমারি ছায়া।

দিন আর রাতের মাঝে
সূর্যাস্তের অপরূপ রঙে
তোমার নয়নের দৃষ্টি রাঙানো শোভা ;

আলো  আর আঁধারের মাঝে
তোমারি  আবছা
অবয়ব আঁকা ।

ভালোবাসা আর ঘৃণার মাঝে
চুম্বনের আড়ালে
আলিঙ্গনের তুমি।

আমার আঁচল
বিছানো থাকে
পাছে তোমার চরণে লাগে  ধূলি ।

কেউ কেউ  হয় ওয়াইজ
কেউ কেউ
আদার ওয়াইজ।

তার মাঝেই
জীবনের অসীম বোধ।
নমস্য আর নতজানু হয়ে থাকি জীবনভর।
১৩ই ডিসেম্বর ২০১৬

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger