যেখানেই যাই
সেখানেই তোমাকে পাই ,
তুমিও কি চাঁদ হলে ?
সাথে সাথে সদাই সাথী।
আজও যে দেখি চাঁদ চলেছে আমার সাথে
পরশু ছিল
কাল ও ছিল
আরাম পাই।
স্নিগ্ধতার চাদর ছড়িয়ে দেয়
যন্ত্রণার ওপর।
গাছের নীচে বসে চড়কাতে সুতো কাটছে অনন্ত কাল ধরে ,
মুগ্ধতাতে বিষন্নতা লুকোই।
(প্রজ্ঞা পারমিতা ) ১৫ই ডিসেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
সেখানেই তোমাকে পাই ,
তুমিও কি চাঁদ হলে ?
সাথে সাথে সদাই সাথী।
আজও যে দেখি চাঁদ চলেছে আমার সাথে
পরশু ছিল
কাল ও ছিল
আরাম পাই।
স্নিগ্ধতার চাদর ছড়িয়ে দেয়
যন্ত্রণার ওপর।
গাছের নীচে বসে চড়কাতে সুতো কাটছে অনন্ত কাল ধরে ,
মুগ্ধতাতে বিষন্নতা লুকোই।
(প্রজ্ঞা পারমিতা ) ১৫ই ডিসেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited