
এতটাই ঘেন্না ? নাকি দুর্বার প্রেম !
বুঝলে দূরেই থাকতাম , নিঃশ্চুপ।
অনেক কিছু দিয়ে করলাম সাফাই,
নামি দামি ডিটার্জেন্ট , তারপর গঙ্গাজল।
সুগন্ধি পারফিউম ছড়ালাম মনের আনাচে কানাচে।
কাজ হলো কি ?
অযথা তোমার কবিতার খাতাতে
কালি মাখবো ভাবলাম
কিন্তু তাতেও যে সব আমি।
প্রজ্ঞা পারমিতা (১৬ ই জানুয়ারি ২০১৭)
© Paramita Prajna Bhowal . All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited