ভালো থাকার নেই বিকল্প তাই
থাকতেই হয় ভালো।
রোদ্দুর বলেছিলো , তোমায় আনবে
মেঘ বলেছিলো , ছায়া করে দেবে
বৃষ্টি বলেছিলো ,ভিজবেনা , ভেবোনা
আকাশ বলেছিলো , থেকো নিশ্চিন্তে ,
আমি অপেক্ষায় পথ চেয়ে
অনন্তকাল ধরে ,
তুমি আসনি।
---------------------------------বিষাদের ওপর আঙ্গুল বুলিয়ে
স্বপ্ন টাকে লুকিয়ে রাখি ।
তুমি কি আমার ছিলে কখনো?
ছলনা তে ভরা ছিল মুঠো মুঠো মুহূর্ত।
কেউ কারুর হয়না;
নিজের সাথেই নিজে থাকা ,
অন্তরপল্লীতে। ------------------------------
অকারণে পথ চাওয়া
অযথা কষ্ট পাওয়া
অনন্তকালের ভাবনা
অবিচ্ছেদ্য যাতনা ,
অভিমানের ভরা ঝুড়ি
সব আঁকড়ে বেঁচে থাকা
নয় অজানা তুমি আসবেনা। --------------------------------
কথা বলা খুবই সহজ
কঠিন বটে নীরবে থাকা ,
বক্তা আছেন চারিদিকে
শ্রোতার না পাই দেখা।
মনের কঠিন নীরবতা ভেঙ্গে
মুখর বাচালতা ;
দুফোঁটা জল লুকিয়ে রাখে
অজস্র মনের কথা।
-----------------------------
বিসুভীয়াস কখনো বা
উপচে পড়ে বাধ্য হয়ে ;
দীঘি, নদী হয়ে মোহনায় মেশে ,
রোদ ,মেঘ, বৃষ্টি ,আকাশ সবার মিথ্যে আশ্বাস
মনের ভেতর তোলপাড় তাই
বেরিয়ে আসে অক্ষর হয়ে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )মেঘ বলেছিলো , ছায়া করে দেবে
বৃষ্টি বলেছিলো ,ভিজবেনা , ভেবোনা
আকাশ বলেছিলো , থেকো নিশ্চিন্তে ,
আমি অপেক্ষায় পথ চেয়ে
অনন্তকাল ধরে ,
তুমি আসনি।
---------------------------------বিষাদের ওপর আঙ্গুল বুলিয়ে
স্বপ্ন টাকে লুকিয়ে রাখি ।
তুমি কি আমার ছিলে কখনো?
ছলনা তে ভরা ছিল মুঠো মুঠো মুহূর্ত।
কেউ কারুর হয়না;
নিজের সাথেই নিজে থাকা ,
অন্তরপল্লীতে। ------------------------------
অকারণে পথ চাওয়া
অযথা কষ্ট পাওয়া
অনন্তকালের ভাবনা
অবিচ্ছেদ্য যাতনা ,
অভিমানের ভরা ঝুড়ি
সব আঁকড়ে বেঁচে থাকা
নয় অজানা তুমি আসবেনা। --------------------------------
কথা বলা খুবই সহজ
কঠিন বটে নীরবে থাকা ,
বক্তা আছেন চারিদিকে
শ্রোতার না পাই দেখা।
মনের কঠিন নীরবতা ভেঙ্গে
মুখর বাচালতা ;
দুফোঁটা জল লুকিয়ে রাখে
অজস্র মনের কথা।
-----------------------------
বিসুভীয়াস কখনো বা
উপচে পড়ে বাধ্য হয়ে ;
দীঘি, নদী হয়ে মোহনায় মেশে ,
রোদ ,মেঘ, বৃষ্টি ,আকাশ সবার মিথ্যে আশ্বাস
মনের ভেতর তোলপাড় তাই
বেরিয়ে আসে অক্ষর হয়ে।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited