না যাইনি ;
যেতেই পারতাম ,
যাইনি।
ইচ্ছে থাকলেই যাওয়া হয়তো যেত ,
না যাইনি।
মাতৃগর্ভ ছাড়া সব আলাপ তো নতুন করে শুরু হয় একদিন।
কিছু থাকে অমলীন ,কিছু হারায়ে সময়ে।
বৃষ্টিতে ভেজার পর আর্দ্র-পা,সিক্ত তনু ,
ভেজা মন নিয়ে এসেছিলাম ফিরে
বালুতটে , দাওয়াতে,দোরগোড়াতে মেঘের জল ঝরাতে ঝরাতে
বাহু দ্বয় প্রসারিত করে দাঁড়িয়েছিলাম আলিঙ্গনের অপেক্ষ্যাতে ,
পাঞ্জাবি পাছে হয় মলিন , নষ্টমেয়ের বাহুডোরে,মধুর গীতলহাত দাওনি বাড়িয়ে। গাঢ়তম তিয়াসের,নিবিড় আলিঙ্গনের,পায়ের সুছাঁদে চুমুর কীর্তন
মিছে গাও কোন হুতাশে ?
খুঁজেছো কী গভীরে?
চাওনি আমায় অন্তরে। তুমি চাওনি আমায় অন্তরে।