
আজ চুপকথাটি হবো
অরণ্যের গভীরতা খুঁজবো অভয়ারণ্যের সম্পদের হিসেব নেবো।
না , আজ মুঠোফোন বাজাবে না সুর কোনো ,
ভুলেও আজ কথা নয়;
আজ শুধুই অন্তরঙ্গতার অঙ্ক।
কথার ভাঁজে ভাঁজে
অনুভূতির স্রোতের পাড়ে
যত টুকরো অভিমান
সব কুঁড়িয়ে
আজ নিঃশব্দে নীরবে
গণিতে বিচরণ।
LIfe everyday teaches new things-----experience is the greatest teacher......