আমি হযবরল ,
আমি কচু পোড়া ,
আমি আলু ভাতে
কাঁঠালের দানা পোড়া,
লঙ্কা পোড়া,
রাঙা আলু আর বেগুন পোড়া
আমি করলা সেদ্ধ
আরো কী কী সব।
পুড়তে পুড়তে ......
পুড়তে পুড়তে ঋদ্ধ হই অনবরত।
মনের জ্বর তো অহরহ।
বর্জনের মধ্যে থেকে করি অর্জন ;
বিশ্বকোষ বহিঃর্ভুত
উথাল পাথাল অক্ষর পাশাপাশি গা ঘেঁষে ;
জীবনের আগুনে দগ্ধ।
হুঙ্কার তোলে যখন তখন।
শঙ্কা আশঙ্কা জলাঞ্জলি দিয়ে
অধিক ভুলেতে মগ্ন ;
ভুলের অধিক ভুল,
তাহাতেও কি সুখ।
প্রেমের ব্যাকরণ,
কবিতার ব্যাকরণ,
জীবনের ব্যাকরণের
লন্ডভন্ড কোলাজ
দেয়ালে থেকে হাসে।
মায়াময় মনোময়
অনুভবের শরবতে চুমুক ,
তাতে বিচ্ছুরিত কিছু অগোছালো স্মৃতি;
ভুলে থাকার ভান
আদপে কি ভুলে যাওয়া ?
--প্রজ্ঞা পারমিতা ( ১জুলাই ২০১৭)