তুমি রাখাল হতে পারবে?
যদি পাহাড়ি ঝরনা হই ,
তুমি হয়ে যেও পাথরে নুড়ি
ডরপোক নয়তো?
তোমার ছড়ানো চুম্বনে
বাতাসে উত্তরীয় উড়িয়েআউলবাউল সুরে
ছেয়ে যাবে বিপুলের মায়া। নীলসাঁকো চাঁদ থাকুক সাক্ষী।
নিরলস মমতা আর স্নেহের পরশে
আদর মেখে ছুয়ে থাকা অবিরামের মাধুরী?
সব গ্লানি ধুয়ে মধুর হওয়া
ধর্য্য হীন উত্তাল মাতাল মন;
আলোথালু এলোমেলো
নিদারুন শোক স্তব্ধতা ডিঙিয়ে
সোহাগ সাগরে ডুব। পারবে তো ?
কলস কলস কল্পনা
বস্তা পঁচা প্রতিশ্রুতির উটকো ঘ্রাণ
ম্রিয়মান করে
পথ হারাতে পারবে?
৮ই জানুয়ারী ২০১৮