Tuesday, January 9, 2018

পারবে তো ?


পারবে তো ?
তুমি রাখাল হতে পারবে?
যদি
পাহাড়ি ঝরনা হই ,
তুমি হয়ে যেও পাথরে নুড়ি

ডরপোক নয়তো?

তোমার ছড়ানো চুম্বনে

বাতাসে উত্তরীয় উড়িয়েআউলবাউল সুরে
ছেয়ে যাবে বিপুলের মায়া।
নীলসাঁকো চাঁদ থাকুক সাক্ষী।

নিরলস মমতা আর স্নেহের পরশে
আদর মেখে ছুয়ে থাকা
অবিরামের মাধুরী?

সব গ্লানি  ধুয়ে মধুর হওয়া
ধর্য্য হীন উত্তাল মাতাল মন;
আলোথালু এলোমেলো
নিদারুন শোক স্তব্ধতা ডিঙিয়ে

সোহাগ সাগরে ডুব। পারবে তো ?

কলস কলস কল্পনা
বস্তা পঁচা  প্রতিশ্রুতির উটকো ঘ্রাণ
ম্রিয়মান করে
পথ হারাতে পারবে?

৮ই জানুয়ারী ২০১৮

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger