Thursday, March 22, 2018

আমার আসাম

আমার আসাম--২২ মার্চ ২০১৮
কান্নারা ঝাঁপি খুলে বেরিয়ে আসে
হারিয়ে যাওয়া মন ;
আলিঙ্গনের ছায়া দিয়ে
মায়া দিয়ে ভরা সরণি
আমার আসাম ;

পথ হারাই  প্রায়শই নিভৃতে , আনমনা ।

ঘিরে থাকে স্মৃতি বিপুলের শ্রাবণ মাটির ঘ্রান
বৈশাখের কপৌ ফুলের সমারোহ
 ফেলে এসেছি মেঘের শরীর জুড়ে লেপ্টে থাকা সোনালি রোদ্দুর
ঘুম জড়ানো হালকা শীতল হওয়া
পথের দুধার রাঙানো কৃষ্ণচূড়া রাধাচূড়া।

রাস্তা স্পষ্ট মনে করতে পারি,
হেঁটে চলতে পারি এতো দূর থেকেও অবলীলায় ;
স্বর্গের সোপানে সোপানে চা বাগানের সবুজ ঢেউ ;
অবসরের মুহূর্তগুলো
চোখের জ্যোতিজালে আটকে থাকা দিনগুলো
হাতড়ে বেড়াই ।

লাল সবুজ কামলা সাদা বেগুনিতে ডুবে থাকতো মন
গোলাপি স্বপ্ন থাকতো চোখে ,
সোহাগে করুনায় ছলনায় বিষাদে আবেগে ভিজেছে
কত অযুত কোটি নিযুত সহস্র মুহূর্তরা।
মেহেন্দী  রং ধরেনি।
এতো যে ঘুরে ফিরি দেশের শহরে,গ্রামে "জয় আই অসম " বলে এখনো মৌন চিৎকারে বুক ফাটে।
কেঁপে কেঁপে উঠেছে পাঁজর
শুধু এই উপত্যাকার কষ্টে।
কুটির বানানোর প্রত্যাশাতে একটুকরো জমি খুঁজি সেই বুকেই;
এই দুস্থ প্রেমিকার নির্বাসন কেউ জানবেনা।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger