Friday, March 9, 2018

দীঘল উপন্যাস

সইতে পারে ,বইতে পারে আছে কয়জনা?
প্রেমে হাবুডুবু  এতো সহজ হয়না !
ইগো আর এটিচুড এর ভাণ্ডারে বসে অনন্য নাটকের সংলাপ;
থাকুক  সংঘাত  হাজার বারোশো
তার মাঝেও থাকে
অটুট  কিছু সম্পর্ক।অঢেল নদী বইতে পারে ,
দীঘল উপন্যাস হতেই  পারে ,
গরল মনে প্রেমের ভাষা ক্ষণস্থায়ী।
অন্যের মতাদর্শে , সম্মান জানাতে
না পারাটা  ভীরুদের সম্বল।
ভিন্ন মতে সহমত নয়,
সম্মান জানাতে না পারাটাই
আজকের বিশ্বের অসহায়তার  কারণ।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger