LIfe everyday teaches new things-----experience is the greatest teacher......
Tuesday, April 2, 2019
Monday, April 1, 2019
Friday, March 29, 2019
তোলপাড়
স্মৃতির স্তুপে বসে থাকি বেলা অবেলায়
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।
Subscribe to:
Posts (Atom)
Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........
জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান
তুমি শুধু

তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..
