ভালবাসা হলো মুসলমানের মুরগি পোষা ;অনেক আদর যত্নের পর হালাল করা ;
ভালবাসা হলো মানুষ দ্বারা প্রতিনিয়ত ধর্ষণ হওয়া একটি শব্দ; সবসময় সন্দেহ আর দ্বন্দ ;
ভালবাসা হলো কল্পনার গরু গাছে উঠিয়ে নাচানো ;নীল গাছে চড়ে বেগুনি আকাশ দেখানো .
ভালবাসা হলো মাঝ সমুদ্রে আগ্নেয়গিরি ;বর্তমানে থেকে অতীত আর ভবিসত খুঁজি .
ভালবাসা হলো শব্দের জাগলেরি ; আহা বলিহারী!!
ভালবাসা হলো হিন্দুর পাঁঠা বলী--- নিজেকে বিলিয়ে শুন্য হয়ে বাঁচবি খালি !
ভালবাসা হলো মিথ্যে অহংকার , তোমার আমার সবার সর্বনাশ ;
পারলে কোরো মাপ , আমি এমনিতেই কূপকাত!!!
2 comments:
'মুসলমানের ' বেখাপ্পা। লোকে বলে বটে এমন। কিন্তু সে কাজ কি কেবল মুসল্মান করে? হিন্দুর মন্দিরে হাড়িকাঠে যে বলি চড়নো হয়, সেই বলির কথাটা ভাবুন! একবার!
sampurno ekmat. tai jure dilam kichuta.....
Post a Comment