Tuesday, December 29, 2015

বনেদী অশ্রুকণা

ভরসার আশ্বাস
প্রতিশ্রুতির বিনিসুতয় গাঁথা,
অদমনীয় ভাষার বিন্যাসে
প্রতিনিয়ত মিথ্যের কুহেলিকা।


বর্ণগুলো ছন্দ হীন মিছিলে সামিল
অক্ষর গুলো শব্দের  সাজঘরে মহড়া দেয় অবিরাম ,
ঝাপটা লাগে মনের গহন তলে
ঝড়ের আভাস মাতাল করে উদাস মন।

খামখেয়ালি জাদুকাঠির সমুজ্জল শিহরণ
কথোপকথনে রোমাঞ্চ ,
হাসির খোরাকে  ভেজাল।
বিষাদ গুলো ভো কাট্টা।

চূর্ণ বিচূর্ণ যে করলো হৃদয়
কেন তাকে  দিয়েই মিছে
জোড়া দেয়ার প্রচেষ্টা
ঝলমল করে অসহায় বনেদী অশ্রুকণা।

Monday, December 28, 2015

কিন্তু ...

আমি একা,
কিন্তু একা নই।
অবসরে রান্না বাটি খেলি ;
ছোট্ট ছোট্ট হাড়ি কড়া ঘটি বাটি।
দুঃখ বেদনা যন্ত্রনার সাথে
অশ্রু ধারা দিয়ে জীবন বোধের রান্নাঘরে
রান্না বাটি খেলি আনন্দে।
কি অপরিসীম আমার
ছোট্ট ছোট্ট হাতা খুন্তি থালা চামচ ,
সবাই নড়ে চড়ে
পূর্ণ করে অমৃতের ভান্ডার ,
আমার সুখের চাবি কাঠি ওই হাল ফ্যাশনের রান্নাঘরে।
(পারমিতা প্রজ্ঞা )
11th Oct 2015

Saturday, December 26, 2015

লোভী



লোভ গুলো যেন কেমন কেমন
দিশেহারা স্বপ্নের স্ফুলিঙ্গ যেমন।

সেই কবে কোথাও আঙুল ছুয়ে শিহরণ
সেই লোভ জেগে ওঠে অকারণ।

পুষে রাখা গোপন কল্পনা
অযথা যখন তখন লোভ দেখিয়ে দেয়ে হানা ।

পুরনো ব্যথা গুলো  উঁকি মারে অকারণ 
লোভী করে তোলে বিনাকারণ।

ইচ্ছে করে বলি , আয়ে জড়িয়ে ধরি,
আবহমান কাল তোকে আগলে রাখি।

নিশুতি রাতে লোভ আমাকে ঘিরে ধরে ,
নাগপাশে বেঁধে অলীক স্বপ্নজালে লোভী করে তোলে ;

লোভ হয় ভালবাসা পেতে
লোভ হয় অনাবিল প্রেমে ভাসতে।

লোভ হয় ইচ্ছেডানা ভর করে উড়ে যাই
লোভ হয় ডানাকাটা পরী হয়ে রয়ে যাই।

লোভের কাছে দায়বধ্যতা 
হীন্যমনতা নাকি আদিখ্যেতা।

কপাল পুড়লে কি লোভের পাল্লা হয় ভারী ?
নাকি লোভের পাল্লাতে হয় পোড়া  কপালি ?

লোভের নাকি অনেক ধারা
কিছু মন্দ, কিছু সুন্দর তারা।

লোভের গন্ধে মাখামাখি হয় যখন  মন
সযত্নে বোঝাই হৃদয়ের রক্তক্ষরণ।

মনি মুক্ত জহরতে লোভ ছিলনা কোনোকালে
শান্তির লোভ ছিল কিন্তু চিরকালই ।

মাঝে মাঝে আমি খুব লোভী  হয়ে যাই
পরে আবার অযথাই পস্তাই। 

পারমিতা প্রজ্ঞা

Wednesday, December 23, 2015

LIFE - Paramita Bhowal: কবে আসবে

LIFE - Paramita Bhowal: কবে আসবে: কবে আসবে গ্লানিহীন পিপাসা দ্বন্দ   দ্বিধাহীন , হদিস বিহীন যাতাকল এ ঠাসা ; বানভাসি মনের কোনে একচিলতে আশা। চোখের পাতায়ে তুলসী অফু...

Tuesday, December 22, 2015

কবে আসবে

কবে আসবে

গ্লানিহীন পিপাসা
দ্বন্দ   দ্বিধাহীন ,
হদিস বিহীন
যাতাকল এ ঠাসা ;
বানভাসি মনের কোনে
একচিলতে আশা।

চোখের পাতায়ে তুলসী
অফুরান রোদ্দুরো  অন্ধকারের আস্তরণে মোড়া ;
মায়াকাজল ধুয়ে গেছে
উলঙ্গ মন
জীবনের রঙ্গমঞ্চ
পর্দা পড়ে গেল ;
মৃত্যুকে ভালোবেসে  হাত ধরলাম
যে হাত ছেড়ে
সুখের সাগরে ভেসেছিলে।
ফাঁকির ঘর প্রহরীহীন
নাছোরবান্দা  শব্দের কোন্দল
আবর্জনা সম স্মৃতির পুটুলি ,

ক্ষই ছড়াবে
হরিবোল ধ্বনি  ছড়িয়ে

রাস্তা পেরোবে।
কত পরিচিত পথ
শেষ যাত্রায়  সব অচেনা অজানা
মোহ মায়া হীন ,হবো বিলীন।

সবেতেই আমি রাজি

গোলাপ নাহয়  নাইবা দিলে ,ধুতরো ফুল দিও ফলের সাথে ;
সুখ দিতে নাইবা পারো ,অসুখ নিয়েই থাকব সুখে।
শব্দহীন বাক্যহীন  সুরহীন স্তব্ধতার মধ্যে
দিও আদিম মাদলের উন্মাদনার বীষ।
তোমার একরতী শান্তি লাগি ,নিষিধ্য সবেতেই আমি রাজী।

(পারমিতা প্রজ্ঞা ভাওয়াল )

Monday, December 21, 2015

নীল খাম

বহু  যুগ পর আজ আবার সাড়া  ;
নীল খামের ভেতর চিরকূট না চিঠি ?

খামখেয়ালী বর্ণ গুলো মিছিল করে
ছন্দহীন সৈকতে ঝাপট লাগাত ,
অক্ষরগুলো শব্দের সাজঘরে মহড়া দিত ,
রোমাঞ্চের জোয়ারে শিহরিত
সমুজ্জল সেইসব প্রতিশ্রুতি আর আশ্বাস
ভরসার জাদুকাঠি
নির্দিধায়ে শীস  দিতে দিতে ভোর  রাতে জোয়ার মুখি।

বেপরওয়া চলে যাওয়া
আভাস হীন ঝড় ,
অবাধ্য ঢেউ একরাশ হাসির খোরাক,
নগ্ন হোলো নীল খামের ছলনা।
টুপ টাপ অশ্রু
রাশি রাশি বিদ্রুপ
মিছিল করে শব্দ গুলো রং পাল্টালো।

বিষাদ গুলো যখন হোলো  ভোকাট্টা     
বহু  যুগ পর আজ আবার সাড়া।
(পারমিতা  প্রজ্ঞা )

Thursday, December 17, 2015

মনের মানুষ


হৃদয় চীড়ে  দেখা  ওরে
মনটা খুলে,মেলে ধর
মনের মানুষ আছে কোথা
কোথায়ে গেলে পাবি বল।
হেথা হোথা খুঁজে বেড়াস
কেন মিছে অকারণ ,
হিয়ার মাঝে লুকিয়ে যে জন
সেই যে তোর আপনজন।

২২সে নভেম্বর ২০১৫

ভাবতেই হয়


কথা বলা খুব ই সহজ
কঠিন বটে নীরবে থাকা ,
বক্তা আছেন চারিদিকে
শ্রোতার না পাই দেখা।


 



মনের কঠিন নীরবতা
ভেঙ্গে  সব বাচালতা
দুফোটা জল লুকিয়ে রাখে
অজস্র মনের কথা।

 



 

 


বিসুভীয়াস কখনো বা
উপচে পড়ে বাধ্য হয়ে
মনের ভেতর তোলপাড় তাই
বেরিয়ে আসে  অক্ষর হয়ে।

Tuesday, December 15, 2015

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল:

স্মৃতির বানভাসি
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল
ভুলে যাওয়া নামগুলো
মগজে শান দিয়ে   
খুঁটে খুঁটে  মনে করতে চেয়ে
একরাশ মুগ্ধতা নেমে এলো।

মুঠো মুঠো স্মৃতি স্ফুলিঙ্গ হয়ে
স্বপ্নময় এক অনাবিল আনন্দে ভাসিয়ে দিল ;
দুরছাই করা সময়গুলো
বেমালুম মুগ্ধতা এনে দিলো একরাশ,
কই তখন বুঝিনিতো !
স্বপ্নের আলোছায়াতে  বানভাসি
এবেলা ওবেলা সারাবেলা ,
শিশুবেলা ছোটবেলা কিশোরবেলা
তরুণীবেলা বড়বেলা বৃদ্ধবেলা
অবলা অবহেলা
যাঁতাকলে ঠাসা 

Monday, November 30, 2015

রূপরেখা

ইচ্ছেগুলোকে  ঘুমপাড়ানি  ওষুধ   দিয়ে
শুইয়ে রেখেছি ,বড্ড বেশী ডানা ঝাপটাচ্ছিল।
ডানাকাটা পরীর মতো আছন্ন এখন  ;

হতাশা গুলোকে কবর দিয়েছি ,
যন্ত্রণা গুলো কুকড়ে  উঠলেই বাক্স বন্দী করে ফেলি
নিমেষে সব অগোছালো ভাবনাগুলো চুল্লী তে দেই তুলে।

আমার জ্যান্ত  লাশের ওপর দিয়ে
নিরন্তর চলে হামালদিস্তা ,
তবু আমি থাকি শান্তিতে।

মৃত মানুষের শব
কি প্রশান্তিতেশুয়ে থাকে ,
তারপর তাকে নিশ্চিন্হ করে দেয়া।

গাণিতিক সমীকরণে  ভরে গেছে  আমার সব দেয়াল
এখন  রূপরেখা পাল্টাতে হবে
সব করতে  হবে আশান।

Wednesday, November 25, 2015

স্মৃতির বানভাসি

ভুলে যাওয়া নামগুলো
মগজে শান দিয়ে   

খুঁটে খুঁটে  মনে করতে চেয়ে
একরাশ মুগ্ধতা নেমে এলো।

মুঠো মুঠো স্মৃতি স্ফুলিঙ্গ হয়ে
স্বপ্নময় এক অনাবিল আনন্দে ভাসিয়ে দিল ;

দুরছাই করা সময় গুলো
বেমালুম মুগ্ধতা এনেদিলো একরাশ,
কই তখন বুঝিনিতো !


স্বপ্নের আলোছায়াতে  বানভাসি 
এবেলা ওবেলা সারাবেলা ,
শিশুবেলা ছোটবেলা কিশোরবেলা তরুণীবেলা বড়বেলা বৃদ্ধবেলা
অবলা অবহেলা
যাঁতাকলে ঠাসা। 

পারমিতা প্রজ্ঞা ভাওয়াল


Saturday, October 3, 2015

ছিল, আজ আর নেই

আমার অনেক কিছু ।
সত্যি বলছি অনেক কিছুই ছিল।
আজ আর নেই।

একে একে সব হারিয়ে গেল
টের ই  পেলাম না.
আমার শৈশব আমার  কৈশোর আমার যৌবন
একে একে সব সব।

আমি যে আঁকি বুকি  করেছিলাম
আমি যে গান  শুনিয়েছিলাম
আমি যে কবিতা বলেছিলাম ,
সব মিলিয়ে গাছে শূন্যে।
শোনার জন্য যারা আকুতি মিনতি করত। ..
তারাও হারিয়ে গেছে।
আর আমার সব ভেসে গেছে  ব্রহ্মপুত্রের জলে ,
চা বাগানের টিলা তে
আর সেই অঝোর বৃষ্টি তে।

কিছু খুব কাছের মানুষ , মনের মানুষ
সব হারিয়ে গেল।
কতো প্রেম কতো বাত্সল্য  কত শ্রধ্যা
সব সব সব হারিয়ে গেল।

 

Thursday, October 1, 2015

মিছিল

আমার নির্মেদ পংতির মিছিলে
লাল কালো নীল অক্ষর  গুলো
মাঝে মাঝেই ধোয়াশা হয়ে যায়ে।
সংলাপ হয়ে উঁকি মারে এধার ওধার  থেকে ,
দূর থেকে ছুয়ে দেই মনে  মনে ,
মিছিল থেকে বেরিয়ে এ কোন আইন অমান্য
এ কোন প্রতিবাদ ?
এ কেমন পরিভাষা ?

Tuesday, September 29, 2015

বীষ

কিছু দিতে না পারো
ধুতরো ফল দিও।

বিষময় জীবন বিষহীন হবে, 
বীষ এতে বীষ ক্ষয়। 

 
শব্দহীন বাকহীন স্তব্ধতার মধ্যে
দিও আদিম মাদলের উন্মাদনার বীষ।

 

সুখ দিতে না পারো
অসুখ দিও বার বার। 


অমৃত চাইনি ,চাইনা অমরত্য। 

নিষিধ্য সব আমি গ্রহণ করবো
তোমার এক রত্যী শান্তি লাগি।

Saturday, September 12, 2015

প্রতীক্ষা

তুমি  যেখানে আমাকে ছেড়ে  গিয়েছিলে
আমি ঠিক সেখানেই আছি
প্রতীক্ষাতে
নিরলস  ভাবে
প্রতীক্ষারতো আমি ;

মন কাঁদে , এক ফোঁটা  অশ্রু ঝরে না।
কি অপূর্ব এক অনুভব এই পথ চাওয়া ,
এ ভাবেই মধুর থাকা।

মুঠো মুঠো  ভালোলাগা
রাশি রাশি  মুগ্ধতা
তোড়া তোড়া স্নিগ্ধতা
 আনন্দ মুহূর্ত গুলো
হাসির ফল্গু ধরায়ে ডুবে পাগলপারা দুটো উথাল পাথাল পরান।

জীবনের সাজঘরে অসময়ে
উদাসী উপবনে
মনের  অন্দরমহলে
সবই আছে সযত্নে ;

শুধু প্রতীক্ষা
তোমার প্রতীক্ষা।


Monday, August 17, 2015

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger