Friday, January 1, 2016
ক্লান্ত ইতিহাস

পাতায়ে পাতায়ে লেখা
উন্মাদনার কোলাহল।
ম্রিয়মান সংহতি বুলি
সংযমের ঘরে চুরি
সংকল্প দিশাহীন।
অবৈধ চাদরে
অবোধ জোছনা বিলাস
চাঁদের রূপে অন্তর্লীন।
নীলাভ শাড়ির আঁচলে
রুপালী তারার ঝিলমিল
কুত্সিত প্রসাধন।
নির্মম প্রতিশোধ
করাতের কর্কশ টান
সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।

কোদাল দিয়ে চাছা
শিশুর আর্তনাদ,
আনন্দম তবু পিয়াস আঁখি।
সুবাসিত আতরের ঘ্রাণ
আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে
পোষা কালসাপ।
( পারমিতা প্রজ্ঞা ভাওয়াল )