
ঘুম চুরি যায় প্রায়শই
কুচকাওয়াজ করে স্মৃতি গুলো আসে
স্মৃতির পাঁচালিতে মায়াবী সব উন্মাদনা
অনুভবের শিখরে নিয়ে আদিখ্যেতা করে
ঘুম চুরি যায় প্রায়শই।
সেই কবেই তো ক্যাপসুল করে মনের সিন্দুক বন্দী ;
তবুও অহরহ কেন হানা দিয়ে যায় অকারণ ,
কবে কোথায় কী ভাবে
হৃদয় দিয়ে জানতে চাই গোপনে কিন্তু,পরন্তু
.....সব মিলেমিশে একাকার / শুধু হাহাকার ;
আজকাল ঘুম চুরি যায় প্রায়শই।
১৬ সেপ্টেম্বর ২০১৬