
কি এসে যায় তাতে?
তুমি অন্যরকম হওনা কেন নিজের সুবিধার্থে ?
সহজ কথা সহজ ভাবে বলা,
সহজ করে শুনতে এত ব্যথা?
ইচ্ছে গুলো হায়ড্রআর মতো ফনা তোলে অযথা;
ভেতরের ঘুমন্ত নেকড়ে প্রায়শই চায়ে বেরোতে
সবার ভেতরেই একটা নেকড়ে আছন্ন ঘুমিয়ে থাকে ,
অত্যাচারে আসে বেরিয়ে ,তাই কত শান্ত সুধীজন হঠাৎ হিংস্র হয় কখনো।
অলেখা কথা,কবিতা,স্তুপাকৃত কিছু ভাবনা শবের পাশে রাখা।
ওপরের চাদর ফুল মালা সবই সাদা ;
ভেতরে কিন্তু এখনো
সবই রাঙা ।