
অশ্রু নদীতে ভেসে চলে গেছি অনেকদূর জেনো ;
মিলনের আশাতে চোরাবালির চর ,
দুঃখ তো ততদিন পেরেছো দিতে
যতদিন ছিল ভালোবাসা নামের ভুল বাসা।
ভালো থাকার প্রতিশ্রুতি বদ্ধ,
মৌনিতা ছুঁয়ে নীরবে একাকিত্ব উপভোগ।
বেওয়ারিশ স্বপ্নের লাশের ওপর দিয়ে ব্যাথার স্নায়ুতে ভর দিয়ে অভিমানের বোঝা নিয়ে
তর্কের পাণ্ডুলিপি উপরে ফেলে ,
উষ্ণতা বিহীন জং ধরা হৃদয়ে শান দিয়ে যোজন যোজন দূরত্ব পেরিয়েছি অবশেষে।
আস্তিনে লুকোনো হাত ব্ল্যাক হোলে মিলিয়ে দিয়েছি।
বাস্তবের পালঙ্কে মন খারাপের ঠাঁই নেই ,
পদাবলী কীর্তনের মতো বর্ষা ধুয়ে দিয়েছে পুরোনো সব পদাবলী।
এমন একটা জায়গাতে যেখানে কাউকে মুগ্ধ করার ইচ্ছে বা প্রয়োজন পড়েনা ,
সেখান থেকেই শুরু হয় স্বাধীনতা , শুরু হয় বেঁচে থাকা
ফুরোনোর সময় সব মায়া মোহর উর্ধে বাঁচার স্বাদ আলাদা।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited