
জীবনের দাসত্বকে হারমানায় ;
কখনো মনের উপবনে প্রজাপতি গুলো
নিঃশব্দে রঙিন খেলাতে মত্ত্ব ,
তবুও কেঁপে ওঠে চেতন অচেতন।
ম্যাজিকে আমি বিভ্রান্ত নই

পেস্ট কন্ট্রোল অসমর্থ।
পায়ে পায়ে পৌঁছে যাই সেই অজানা পথে ,
সবুজ আর নীল সুর বাঁধে একসাথে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
