
নীলাভ দুটো হাত মাঝে সাঝেই আজকাল করতে চায় আলিঙ্গন
বুঝি জড়িয়ে ভাসিয়ে নিয়ে যাবে মোর সুদূরে।
কোন অজানা সংকট হানা দেয় ,
কিন্তু মৃত্যু ভয় তো ছিলনা আমার কখনো।
তাহলে কি বয়েসের কোলে হামাগুড়ি দিতে দিতে
নির্ভিক আমি বিচলিত?
হাতছানিকে পাচ্ছি ভয় ?
মোহ মায়া সবই তো পেরেছি দিতে বিসর্জন।
দুটি মানুষ আমাকে ছেয়ে থাকে অনবরত।
আমি সব শুনি ,আমি সব বলি , তবুও তোলপাড় অকারণ।
মৃত্যু হাতছানি দেয় অহরহ ; সময় এলো বুঝি আমারও।
আধার হয়ে আসে চারপাশ , হয় আচ্ছন্ন।
নিজের কাছে নিজেকে রাখি লুকিয়ে। (প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ১৬ই অক্টোবর ২০১৬© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited