
চুরমার করে দিতে পারে সব ,
বাউন্ডুলে মন হয়ে যেতে পারে বাউল নিমেষে,
রাজকোষ থেকে রাজাকে ভাসিয়ে দিতে পারে এক লাহোমাতে।
আমি জানিনা কিছুই,
বুঝিনা কিছুই,
শুধুই ভাসি অলীক স্বপ্নে;
ঘুরে বেড়াই, উড়ে বেড়াই,কুড়িয়ে রাখি সব যত্নে।
উড়ে যাওয়া ফুড়ুৎ করে,
সেট যাওয়া যেতেই পারে;
কবিতা ঝরুক টুপটাপ,
মনটা হোক খোলা আকাশ।
টুপটাপ পরে স্মৃতি গুলো,
কুড়িয়ে যাই অবিরাম, অবিরত।
ঝড়ের বেগে ঝরে পড়ে বিক্ষিপ্ত, বিপন্ন দ্বিধা দ্বন্দ ;
ক্লান্ত হয়ে ভেজে মন অকারণ।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )