কবিতা আমার হয়নি কখনো
কবি ছুটি নিলো তাই ;
অকবিতা কে আগলে পথ চলা একাই।
কতো শত দিন বলে যাই কতো কথা
ভেবেছি তুমি শুনছো হৃদয় দিয়ে আমার আকুলতা।
আজ বুঝি সবটাই ছিল মূর্খের পাঠশালা।
দিনান্তের উপলব্ধিতে দগ্ধতার ছায়া ,
একটুখানি ছুঁয়ে থাকা।
অপরিসীম পাওয়া।
সত্য আর স্বপ্নের মাঝে
বাস করে মায়া
লেলিহান শিখা তে তোমারি ছায়া।
দিন আর রাতের মাঝে
সূর্যাস্তের অপরূপ রঙে
তোমার নয়নের দৃষ্টি রাঙানো শোভা ;
আলো আর আঁধারের মাঝে
তোমারি আবছা
অবয়ব আঁকা ।
ভালোবাসা আর ঘৃণার মাঝে
চুম্বনের আড়ালে
আলিঙ্গনের তুমি।
আমার আঁচল
বিছানো থাকে
পাছে তোমার চরণে লাগে ধূলি ।
কেউ কেউ হয় ওয়াইজ
কেউ কেউ
আদার ওয়াইজ।
তার মাঝেই
জীবনের অসীম বোধ।
নমস্য আর নতজানু হয়ে থাকি জীবনভর।
১৩ই ডিসেম্বর ২০১৬