একটা নিজস্ব বোঝাপড়া .
একটা স্বপ্নের বাস গোপনে ,
একটা মলিন উপবাস থাকে।
একা একা ঘর বেঁধে
একটা প্রতীক্ষা থাকে
থাকে একটা চরম পাওয়া।
ভালোবাসা ফেরাতে ফেরাতে নিঃস্ব দরজায় দাঁড়িয়ে ;
ভাবলেশহীন শ্রুতিলিপি বর্ণলিপি হয় অকারণে।
ভালোবাসা ফেরাতে ফেরাতে নিঃস্ব দরজায় দাঁড়িয়ে ;
ভাবলেশহীন শ্রুতিলিপি বর্ণলিপি হয় অকারণে।
স্মৃতিমঞ্জুষা ভর করে পথচলা
পাশের গাছে দেখি সারাক্ষণ বাসা বাঁধছে একটি পাখি।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited