
স্মৃতিমেদুর হয়ে শিহরণ ;
সব কামনা বাসনা জং ধরা টিনের ট্রাঙ্কে বন্দী।
জোনাকিদের আলোর আল্পনা ।
বাজি রেখে লাশ হওয়া যায় না।
যে যায় তাকে ধরে রাখা যায় না।
যে থাকে সেই কী অবহেলিত?
হৃদয় সিঁচে মধুর হয় জ্যান্ত লাশ।
অনাবিল ভেসে যাওয়া সবার অগোচরে ,
ডানা খুঁজি সাদা পায়রার কাছে ,
শকুন ,বাজ ঠুকড়ে দেয়।
শম্বুক গতিতে তবু হানা দেয় ভুলতে চাওয়া মুহূর্তরা।
কুচি কুচি বিশ্বাসের সলতে বানাই
জ্বালাই ভালোবাসার জ্বালানি দিয়ে
অপার অট্টহাস্যে পোড়ে তারা ,
চারপাশ তবুও আশার আলোর দিশারী খোঁজে ।
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১লা ফেব্রুয়ারি ২০১৭)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited