Tuesday, February 28, 2017

দুর্বার

কালি  ছিটিয়ে দিলে সর্বাঙ্গে
এতটাই  ঘেন্না ? নাকি দুর্বার প্রেম !

বুঝলে দূরেই থাকতাম , নিঃশ্চুপ।
অনেক কিছু দিয়ে  করলাম সাফাই,
নামি দামি ডিটার্জেন্ট , তারপর গঙ্গাজল।
সুগন্ধি পারফিউম ছড়ালাম মনের আনাচে কানাচে।
কাজ হলো কি ?

অযথা  তোমার কবিতার খাতাতে
কালি মাখবো ভাবলাম
কিন্তু তাতেও যে সব আমি।


প্রজ্ঞা পারমিতা (১৬ ই জানুয়ারি ২০১৭)
© Paramita Prajna Bhowal . All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, February 17, 2017

প্রাপ্তি

নূপুর চরণে।
বাদিতনাদিত তাই চলনে ;
তবুতো  সন্দর্পনে;
পাছে কড়া নাড়া মানুষটি পায়ে সাড়া! ...

প্রথম প্রথম প্রেমিকরা হ্যাংলা ই হয়
ধীরে ধীরে খসে পরে  রঙ চুন বালি,
উধাও হয় তখন অন্য সোহাগের লাগি ।

একটি ঝিলে রয়না এক  রাজহংসিনী
সেথা
করে জলকেলি আরো  অনেকেই ।
ঝিলের বিস্তর প্রান্তরে হৃদয় মজে, একের পর একে।

কথাবিতানে নেই  মাধুরী
নেই গোঁসা একটুকুনি    
সবটাই শেখা  জীবন পথে ।
বিরহতে আনন্দের রেশ থাকে  বৈকি ।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, February 7, 2017

সেন্ট ভ্যালেনটাইন


সপ্তাহ ব্যাপী ভেলেন্তি পূজো
আজ নাকি  শুরুয়াত গোলাপ দিবস দিয়ে !
এর পর একে একে
ভালোবাসি তোমায় বলার ( প্রপোজ )দিবস
চকলেট ,ভাল্লু ,প্রমিজ , আলিঙ্গন ,চুম্বন  আর সবশেষে ভ্যালেনটাইন দিবস।
এটা কি তাহলে বিশ্ব  প্রলোভন সপ্তাহ?

সেন্ট ভ্যালেনটাইনএর  ভালোবাসার সেই চিঠি
প্রেমের সেই অভিব্যক্তি যুগে যুগে উপহারের আর মোহের কবরে শায়িত !

গোলাপ শুঁকিয়ে চকলেট হজম হয়ে ,কথা দেয়া বাসি হবে,
আলিঙ্গনে দেয়াল উঠবে, চুম্বন হবে  বিষাক্ত । .....

পরের সপ্তাহ গুলো তাহলেতো বেশ ভয়ংকর  হতে পারে
থাপ্পড় দিবস দিয়ে শুরু হয়ে  ক্রমাগত লাথি কীল ঘুষি আড়ি 
অবশেষে ব্লক বা মুখ দেখাদেখি বন্ধ দিবস।
তার চেয়ে সারা বছর ধরে প্রতিটি দিন হোক অক্ষয় প্রেমের ,
তাই গোলাপ দিয়ে যারা আজ আমাকে ভরিয়ে দিয়েছো

ভালোবাসা মাখা গন্ধহীন  গোলাপ দিয়েই আমি খালাস।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited  

Friday, February 3, 2017

বিশ্বাসের সলতে


দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ, নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয়ে শিহরণ ;
সব কামনা বাসনা জং ধরা টিনের ট্রাঙ্কে বন্দী।
জোনাকিদের আলোর আল্পনা  ।

বাজি রেখে লাশ হওয়া যায় না।
যে যায় তাকে ধরে রাখা যায় না।
যে থাকে সেই কী অবহেলিত?
হৃদয়
সিঁচে মধুর হয় জ্যান্ত লাশ। 

অনাবিল ভেসে যাওয়া সবার অগোচরে ,
ডানা খুঁজি সাদা পায়রার কাছে ,
শকুন ,বাজ ঠুকড়ে দেয়।
শম্বুক গতিতে তবু হানা দেয় ভুলতে চাওয়া  মুহূর্তরা।



কুচি কুচি বিশ্বাসের সলতে বানাই
জ্বালাই ভালোবাসার জ্বালানি দিয়ে

অপার অট্টহাস্যে পোড়ে তারা ,
চারপাশ তবুও আশার আলোর দিশারী খোঁজে । 


প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১লা ফেব্রুয়ারি ২০১৭)

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger