Tuesday, May 23, 2017

খুঁজেছি



ভাবনার ছানাপোনারা  ভেতরপাড়াতে  তোলপাড়
অকারণ,
ধুঁকপুঁক  
অবিরাম

এক  জীবনে সবাইরে যায় নাকি চেনা ?

প্রশ্রয় ! প্রেমের প্রশ্রয়। 
উষ্ণতার দুটো নগ্ন দেহ থাকে মগ্ন
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।
লন্ডভন্ড এক লহমায়
সমস্ত লজ্জা উবে যায় কর্পূরের মত
নিরাভরণ দেহের উত্তাপে বিলীন হয়।

দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ,
নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয় শিহরণ ;
সেই জং ধরা টিনের ট্রাঙ্কে এখনো

সব কামনা বাসনা  বন্দী।

প্রেমের বন্যাতে অকপটে দ্বিধাহীন স্বীকারোক্তি ?
 নাভিশ্বাসে
 বাথটাবে
 বর্ণিল প্রজাপতির কোমল ডানাতে
জোনাকির অল্পনাতে
ঝিলের মাছের নৃত্যে
গন্ধরাজের সুবাসে
কৃষ্ণচূড়ার লালিমাতে
আরো অনেক কিছুতেই

আমি ও  খুঁজেছি তোমায়।
অবিশ্বাস হলেও সত্য।
উম্মুক্ত পা এর পাতাতে
স্পর্শে

নীল খাতার পাতায় 
ইতিউতি পড়ে থাকা চুম্বনে 
আকাঙ্ক্ষার চরমে -
গগন চুম্বি কামনারা  চাঙ্গা
পথটা পিচ্ছিল
নিজের কাছে নিজেকে প্রমান করার দায়বদ্ধতা।
অনেক প্রতিশ্রুতিতে আবদ্ধ করা চরম অভিলাষ।
(প্রজ্ঞা পারমিতা )
 (২২মে ২০১৭)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, May 20, 2017

আমাদের ভালোবাসা !!!! (২)

(২)

আমাদের ভালোবাসা
সরব যদি নাহয় ,
অনুপমের অধিক
অনাবিলের অধিক
নতশিরের না হয় যদি
পূর্বপুরুষের অভিশাপ নাকি প্রেম ?
প্রেম কি নেশা ?
সোনাঝুড়ি বা বাঁদরলাঠি ,রাধাচূড়া, কৃষ্ণচূড়ার  ছায়াতলে
অকপট স্বীকারোক্তি।
নয় প্রতিশ্রুতিতে আবদ্ধ ;
নেই সংশয়ের পাহাড়।
কোজাগরী রাতে উজাগরে থাকা।
গৌরবের,অহংকারের ,
ভরামুঠির বিভাবরীর স্নিগ্ধতা মাখা
আমাদের ভালোবাসা।

Wednesday, May 17, 2017

আমাদের ভালোবাসা !!!

আমাদের  ভালোবাসা !!!
কে বলেছে হৃদয়ের সিন্দুকে রাখতে বন্দি?
কে বলেছে ক্যাপসুল করে মনের চিলেকোঠায় রাখতে?
কে বলেছে ঝিনুকে মুক্তার মতো আড়ালে রাখতে?
কে বলেছে?
কে?
কে?

শুনি তাদের নাম?
কারা তারা ?
তোমার আত্মীয় পরিজন?বন্ধুবান্ধব?
পাড়পড়শি ?

গড়িয়াহাটের মোড়,

শ্যামবাজার চার মাথার মোড়
রাসবিহারী ক্রসিং
বেহালা চৌরাস্তা
নন্দন চত্তর
পার্কস্ট্রিট ,কামাক্স্ট্রীট

হাওড়া ব্রিজ
রবীন্দ্র সেতু
গান্ধী ঘাট
সবেতে ধেই ধেই করে নেচে,
আঁচল উড়িয়ে ভালোবাসতে
আকাশকে সাক্ষী রেখে
শহরতলি জুড়ে জাঁকালো উৎসবে জানান দেব ভালোবাসার।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
দুঃসাহসী প্রেমকে জানান দেব।
ভীতু জনগণ হা হয়ে দেখবে,
হিংসে করবে নিজেদের,
মুখে কিন্তু বলবে, গেল গেল--এই সব পাগলদের জন্য সমাজটা গেল গোল্লায়।
অথচ নিজেদের মুখোশ খুলে, আমাদের মাঝেই নিজেদের খুঁজবে।

আদর্শ নারী ,আদর্শ পুরুষ এর তকমার আড়ালে গোপনে খুঁজবেই।
খুঁজবেই।
খুঁজবেই।

মিলিয়ে নিয়ো।
শব হয় না ভালোবাসা।

সরব হয়।

Monday, May 15, 2017

ক্ষত

 ক্ষত কে পরিত্যাক্ত করার  দক্ষতায় পারদর্শিনী।
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ
ছাঁকনি দিয়ে ছাকি।
অনুশীলনের তাবড় পাঠ দিয়েছে জীবন।

আমার ক্ষতর  নির্যাসে বেসামাল পূর্ণিমা
ক্ষত তে আলিঙ্গনের
স্পর্শ দিয়ে
মমত্ব দিয়ে  রাখি জড়িয়ে। 
 
ক্ষত কে নিয়ে  যাপন, 
সবেতেই কি রক্তাক্ত হয় মন !
টাটকা তাজা আগামীর স্বপ্ন আমার গর্ভে  
এক গভীর মমতায় লালন করি।
পরিত্যক্ত-ক্ষতকেও যত্নে রাখি আগলে।
আমার অভিজ্ঞাতার ঝুলি উপচে পরে।

৯ মার্চ ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, May 4, 2017

স্বচ্ছ

নিজের কাছে নিজে স্বচ্ছ
কাচের গ্লাসের সব স্বচ্ছ
মনের মাদকতাও  স্বচ্ছ ;
তোমার প্রতিচ্ছবি
তোমার চিরন্তন বাঁকা হাসি
ভাসে সেই মদিরাতে,
মিলবে মিলাবে সব ভালোবাসা স্কচের স্বচ্ছ তরলে।
বরফের টুকরো হয়ে তুমি নিমজ্জিত,
হাল্কা  হতে হতে ভেসে ওঠো
ধীরে ধীরে আমাতেই হও বিলীন।

হা হুতাশে  টোইটম্বুর জীবনের  নিশ্বাস
পেয়ালা থেকে ছলকে পড়ে
চুমুক দিয়ে পান করি
গোপনেতে 
অহংকারে।
 

(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
 (৩রা মে ২০১৭)

Wednesday, May 3, 2017

আপোষ হীন

হাইবারনেশানে যাই যখন তখন
তার অবগাহনে ডুবে যেতে।
ফিরে যাই সেই মাতোয়ারা দিনগুলোতে
জীবনের জরদ্গভ প্রাচীর ডিঙিয়ে
অদ্ভুত এক লুকোচুরি অহর্নিশ;
দিকশুন্যপুরের সেই ঝুপড়িতে
কল্প আলিঙ্গনে আদরের বানভাসিতে দাঁড় বাই।
"ভালোবাসি" বলিনি কখনো কাউকেই
এ জীবনে হয়তো আর বলবোও না কাউকে।
মোহো মায়া থেকে যোজন ক্রোশ দূরে দাঁড়িয়েও সোহাগের চুম্বন লেপা যায়।
ঠোঁটকাটা, বেশরম ,অহংকারীর তকমা লাগে অজান্তেই
প্রেম পীড়িত সোহাগের দুর্যোগ দেখতে দেখতে ক্লান্ত মন।
প্রেমের মর্ম বোঝে কয়জনা?
অভিসার আর অভিনয়ের মধ্যে পেন্ডুলামের চলন
নিমেষকালের মধ্যে আপোষ হীন ভালোবাসার আকালে
টুকরো হয় হৃদয়
ছিন্ন ভিন্ন হয় সমাজ। ভাসাতেই আনন্দ , ভাসাতেই হিল্লোল , ভাসাতেই আছে প্রাণের দোল।
(প্রজ্ঞা পারমিতা )
১১এ এপ্রিল  ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger