ভাবনার ছানাপোনারা ভেতরপাড়াতে তোলপাড়
অকারণ,
ধুঁকপুঁক অবিরাম ।
এক জীবনে সবাইরে যায় নাকি চেনা ?
প্রশ্রয় ! প্রেমের প্রশ্রয়। উষ্ণতার দুটো নগ্ন দেহ থাকে মগ্ন
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।
লন্ডভন্ড এক লহমায়
সমস্ত লজ্জা উবে যায় কর্পূরের মত
নিরাভরণ দেহের উত্তাপে বিলীন হয়।
দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ,
নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয় শিহরণ ;
সেই জং ধরা টিনের ট্রাঙ্কে এখনো
সব কামনা বাসনা বন্দী।
প্রেমের বন্যাতে অকপটে দ্বিধাহীন স্বীকারোক্তি ?
নাভিশ্বাসে
বাথটাবে
বর্ণিল প্রজাপতির কোমল ডানাতে
জোনাকির অল্পনাতে
ঝিলের মাছের নৃত্যে
গন্ধরাজের সুবাসে
কৃষ্ণচূড়ার লালিমাতে
আরো অনেক কিছুতেই
আমি ও খুঁজেছি তোমায়।
অবিশ্বাস হলেও সত্য।
উম্মুক্ত পা এর পাতাতে
স্পর্শে
নীল খাতার পাতায়
ইতিউতি পড়ে থাকা চুম্বনে
আকাঙ্ক্ষার চরমে -
গগন চুম্বি কামনারা চাঙ্গা
পথটা পিচ্ছিল
নিজের কাছে নিজেকে প্রমান করার দায়বদ্ধতা।
অনেক প্রতিশ্রুতিতে আবদ্ধ করা চরম অভিলাষ।
(প্রজ্ঞা পারমিতা ) (২২মে ২০১৭)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited