
কে বলেছে ক্যাপসুল করে মনের চিলেকোঠায় রাখতে?
কে বলেছে ঝিনুকে মুক্তার মতো আড়ালে রাখতে?
কে বলেছে?
কে?
কে?
শুনি তাদের নাম?
কারা তারা ?
তোমার আত্মীয় পরিজন?বন্ধুবান্ধব?
পাড়পড়শি ?
গড়িয়াহাটের মোড়,
শ্যামবাজার চার মাথার মোড়
রাসবিহারী ক্রসিং
বেহালা চৌরাস্তা
নন্দন চত্তর
পার্কস্ট্রিট ,কামাক্স্ট্রীট
হাওড়া ব্রিজ
রবীন্দ্র সেতু
গান্ধী ঘাট
সবেতে ধেই ধেই করে নেচে,
আঁচল উড়িয়ে ভালোবাসতে
আকাশকে সাক্ষী রেখে
শহরতলি জুড়ে জাঁকালো উৎসবে জানান দেব ভালোবাসার।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
দুঃসাহসী প্রেমকে জানান দেব।
ভীতু জনগণ হা হয়ে দেখবে,
হিংসে করবে নিজেদের,
মুখে কিন্তু বলবে, গেল গেল--এই সব পাগলদের জন্য সমাজটা গেল গোল্লায়।
অথচ নিজেদের মুখোশ খুলে, আমাদের মাঝেই নিজেদের খুঁজবে।
আদর্শ নারী ,আদর্শ পুরুষ এর তকমার আড়ালে গোপনে খুঁজবেই।
খুঁজবেই।
খুঁজবেই।
মিলিয়ে নিয়ো।
শব হয় না ভালোবাসা।
সরব হয়।