
আমাদের ভালোবাসা
সরব যদি নাহয় ,
অনুপমের অধিক
অনাবিলের অধিক
নতশিরের না হয় যদি
পূর্বপুরুষের অভিশাপ নাকি প্রেম ?
প্রেম কি নেশা ?
সোনাঝুড়ি বা বাঁদরলাঠি ,রাধাচূড়া, কৃষ্ণচূড়ার ছায়াতলে
অকপট স্বীকারোক্তি।
নয় প্রতিশ্রুতিতে আবদ্ধ ;
নেই সংশয়ের পাহাড়।
কোজাগরী রাতে উজাগরে থাকা।
গৌরবের,অহংকারের ,
ভরামুঠির বিভাবরীর স্নিগ্ধতা মাখা
আমাদের ভালোবাসা।