
মাঝে মাঝে আমি নাকি হই উদাসীন
ভুলে যাই ফুল কুড়োতে
সর্বাঙ্গ জুড়ে স্বপ্নের পুলকে
হৃদয় ঝড়ের স্পন্দনে নেচে উঠি অকারণ।
কেন এমন হয়?
যদি হয় ,হোক না !
কর্তব্যে তো নই উদাসীন ;
পোড়া গন্ধ পাই
বালিশ আর ভেজে না।
ভাবনার সাগরে রাখি
পাছে পারিজাত হারিয়ে যায়। মনের দালানে
ছেঁড়াখোঁড়া ভালোবাসা
রোজ জল দেই ;
কান্নারা ঝাঁপি খুলেএস্রাজের মোহে আচ্ছন্ন এক অদভুত লুকোচুরি--
অন্তহীন অপেক্ষা।
(প্রজ্ঞা পারমিতা )
৩১ জুলাই ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited