
নোনা ধরা প্রেমের সাগরের নাইয়া
তোমারি অনুরোধে ,
কী নাম দিয়েছিলাম তোমায় গেছি ভুলে।
একশো তেত্রিশ বার বলেছিলাম
প্রেম এত সস্তার নয়।
প্রেম করার স্বাধীনতা
প্রেম করার বলিষ্ঠতা
প্রেম করার মানসিকতা
আরো আরো অনেক কিছু প্রয়োজন।
মুখে প্রেম হয়না ;হৃদয়ে,মনে, অন্তরের অন্তস্থলে যখন সোহাগ দেয় হানা -
পৃথিবী ওলোট পালট করার দুঃসাহস ভর করে।
তোমার সাজানো সুন্দর নৈতিকতার সমাজের
এক ছিটে কালিতে তুমি তটস্থ;
তুমি করবে প্রেম?
হাস্যকর বটে।
প্রেমের পাঠ কেতাবি নয় ;
নিজস্বতা ,স্বাধীনতা না থাকলে
অবসরে একটু লুকিয়ে মজা লুটেই খুশি।
(প্রজ্ঞা পারমিতা )৩১ জুলাই 20১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited