Monday, November 6, 2017

আছো কেমন?


আছো কেমন?
সেই আগের মতোই ?
নাকি সময়ের স্রোতে ভাসতে ভাসতে ফুল কুড়িয়েছো অঢেল?

কতগুলো বছর পেড়িয়ে
বহু নুড়ি পাথর কুড়িয়েছি যতনে
যাতনাও সয়েছি ,
সেটাই  তো স্বাভাবিক যাপন।

আচ্ছা, তোমার ঘরে কি এখনো সব সাদা পর্দা ঝোলে ?
খোলা জানলা দিয়ে হালকা হওয়াতে  শুভ্র
পর্দা উড়তো
তড়ঙ্গের মতন।
যেন পাল তোলা নৌকো চলেছে হেলেদুলে।
মনে কি পরে সেই সব দিন ?
ক্যাসেট প্লেয়ারে  মৃদু রবীন্দ্রসংগীত
সাথে কিছু জরুরী ,কিছু না জরুরী  অযথা মৃদুভাষ।

যে যাই বলুক ,দিনগুলো ছিল অপরিশীমের।

বৃষ্টি ঝরতো অঝোরে যখন তখন
টিনের চালের সেই বর্ষার মধুর জলতরঙ্গ;
তোমার বাড়িতে কি এখনো টিনের চাল আছে ?
কখনো মাথায় ছাতা।
নিচে রাস্তায় ছলাৎছল।
তাতেই আমি জমা জলে পা ডুবিয়ে দিলে ,তুমি হতবাক।

কত দীর্ঘ দিন, দীর্ঘ পথ হেঁটে হেঁটে চলেছিলাম দোঁহে ;
কখনো ছিল নীরবতা ,কখনো বাচালতাতে তত্ত্ব কথা।
তোমার ছিল
কাছে পেতে চাওয়ার দুর্লঙ্ঘ্য ও অতলতিয়াস
প্রত্যেকটাই দত্যের মতো চপেটাঘাত করে অবিরত।
কামনায় মেটে কী প্রেমের পিপাসা ?
প্রেম পিপাসা
মর্মভেদী সোহাগ জল লাগি  ছিল আকুল।

চাবাগানের কাছেই যেদিন ধ্যাড়ধেড়ে বাসটা অচল হলো ,
কিছু মানুষ নেমে দাঁড়ালো ,
কিছু আবার বসেই রইলো।
আমরা কী করেছিলাম ?
মনে আছে?
নেমে এসে চাবাগানের সরু পথে চললাম উল্লাসে।
আচ্ছা ওই আইডিয়া তা কার ছিল? মনে আছে ?

আমার সবেতেই তর্ক আর নিয়ম ভাঙার প্রবণতাকে 

প্রশ্রয় দিয়েছিলে অনায়াসেই।
ফ্রয়েড এর ভাষণে দিস্তা দিস্তা কাগজ লিখতে।
অনায়াসে রবীন্দ্র রচনাবলী নিয়ে
শব্দ নিয়ে , ব্যাকরণ নিয়ে চলত এলেবেলে ভাষণ।
জোনাকির আল্পনার মতো কিছু না বলা কথা
থেকেই যেত।

তুমি সারা রাত  জেগে লিখতে আর ভোরের বেলা সেগুলো ছিঁড়তে;
অবশিষ্ট যদি কিছু পেতাম,
চেটেপুটে পড়তাম।
কী এতো লিখতে  রাতের পর রাত
আর অবলীলাতে   সমাধি ঘটাতে ?
আঁচ করতাম কিন্তু জানতামনা।
আজ  ও জানিনা।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger