
একটু সুহাসে, খেলে যায় কত প্রজাপতি
নেচে বেড়ায় মৌমাছি
ছড়িয়ে রেণু ;
তবুও কি বাজালো কেউ বেণু?
খ
একটু নয়, অনেকটাই বলা।
না বলাটাই যে বেশি গভীর।
নিঃশব্দে ছড়ায় রেণু প্রজাপতি আর মৌমাছি,
বাগে তাই ফুলের সমাহার।
গ
চাঁদেরও আছে কলঙ্ক হোক যত সাবলীল।
কাস্তে হোক বা থালা
সাঁঝ থেকে সকাল- বাহারের ঘনঘটা;
সূর্য এলেই চোখের আড়াল, ফাঁকি - ফাকা ।
ঘ
প্রেম তো সদাই অন্ধ।
শ্রাবনের ধারা জুড়ায়ে ক্ষতপ্রিয়ার মুখ
সাঁঝে ফোটে ঝিঙাফুল,
সকালে মলিন ভালবাসা।