
পরকীয়া তে সম্ভাষণ থাকে
বৈধতাতে বাধ্যতা।
লেবেঞ্চুসের মতো অস্থায়ী
আতরের মতো অশেষ
হরিণের নাভী কস্তুরীর সুবাস
ভালোবাসা ক্ষয়ে অভ্যেসে দাঁড়ায়
পরকীয়া তাতে প্রাণ দেয়।
গোপন সব ই আপন।
সাদামাটা জীবনে একরাশ শীতল হাওয়া
জুড়িয়ে দেয়া সব জ্বালা ;
সঙ্গম প্রেমের অন্তিম কাব্য ?/সার্থকতা
সব ইন্দ্রিয় সচেতনাতার ত্তুঙ্গে
সংযম কে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে আলিঙ্গন বদ্ধ হওয়া
প্রেমে পরিণতি পাওয়াটার অর্থ কি ?
অতীত চরম সত্য
বর্তমানের সাথে চলতে থাকে পিছু পিছু
অদৃশ্য সাঁকো পেরোই একটু ছোঁয়া , একটু স্পর্শের লাগি
নিমেষে অশেষ পাওয়া
অন্যথা কিসের এতো হ্যাপা ?
লেলিহান দাবানলে পোড়ে আমার স্বপ্ন
বেঁচে থাকা শুধু পরকীয়ার প্রিয় লাগি।
ব্লটিং পেপারের মতো শুষে নেয়া আমার সমস্ত অভিমান
তাতেই প্রেমে সিক্ত হয় অবৈধ স্বত্বা।
প্রেমের ঠিকানা বদলায়
প্রতীক্ষা পরিণতি পায়ে কি?
(১৯ সেপ্টেম্বর ২০১৬)