
না একটি নয় , কারণ সুরগুলো আলাদা ;তিন ধরণের ;
নাকি সে একাই এতো রকম সুরের মালিক , জানিনা ;
খুঁজেছি , বেশ কয়েকবার তাকে খুঁজেছি ,
দেখা পাইনি।
প্রেমে বুকে ধড়ফড়ানি হতো ,
এখন ধুঁকপুঁক করলেই ইসিজি করানোর তাগিদ।
সময় সাথে পাল্টে যায় যাপনের মাধুৰ্য।
উচ্ছল স্রোতের বুকে,প্রতি বাঁকে, প্রতি পলে,
নিজের সাথেই গোল্লাছুট।
ঠাকুরমার ঝুলি থেকে খুঁজি বাঁচার রসদ।
ব্যাকরণ মনে হয় ভুল , কী করি ?
আগুনব্যাথিত দাবানলের ছোবল বড্ডো ভয়াবহ।
সমর্পণ করবো ভাবলেও
ভুলের মাশুল গুনি।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ৯ নভেম্বর ১৭