বিনুনি বানাই আমার সমস্ত বিরহের,
দোলাই একান্তে।
সাঁকো পেরিয়েই চলে এস
আঙুলে আঙ্গুল ছুঁয়ে পিছু পিছু।
মনখারাপের ঝুলি নিয়ে কাবুলিওয়ালার সাথে ভাব ;
প্রহর গুনি অপেক্ষায়।
মৃত্যুকে ভয় পাইনি আগে
আজকাল বড্ড বাঁচতে ইচ্ছে করে;
মুখ ভরেছে কতনা বলিরেখায়
চুলে ধরেছে পাক, বেশ ক’টা দাঁত উধাও!
চোখে চশমা,
অভিজ্ঞতার কিছু বলিরেখা বলে অন্য কথা ।
মনের জেলখানার আর্তনিনাদ ভুলে
নতুন করে বাঁচতে চায় এই জীবন।