Tuesday, January 30, 2018

কবিতা /বাঁচার ইচ্ছে / প্রজ্ঞা পারমিতা ভাওয়াল


  বিনুনি বানাই আমার সমস্ত বিরহের,
দোলাই একান্তে।
সাঁকো  পেরিয়েই চলে এস
আঙুলে আঙ্গুল ছুঁয়ে পিছু পিছু।
মনখারাপের ঝুলি নিয়ে কাবুলিওয়ালার সাথে ভাব ;
প্রহর গুনি অপেক্ষায়।
মৃত্যুকে ভয় পাইনি আগে
আজকাল বড্ড বাঁচতে ইচ্ছে করে;
মুখ ভরেছে কতনা বলিরেখায়
চুলে ধরেছে পাক, বেশ ক’টা দাঁত উধাও!
চোখে চশমা,
অভিজ্ঞতার  কিছু বলিরেখা বলে অন্য কথা ।
মনের  জেলখানার আর্তনিনাদ ভুলে
নতুন করে বাঁচতে চায় এই জীবন।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger