আমি আসছি।
টিকেট কনফার্ম।
দেখা হবে। শোনা হবে।
ভিড় থেকে একটু আঁড়ালে যাবার লোভ
নাকি সুনিবিড় পাগলামোর এক চিলতে আশা ?
কাছে পেতে চাওয়ার দুর্লঙ্ঘ্য ও অতলতিয়াস।
অনুভূতির জ্বর,অসহিষ্ণুতার জ্বর , কেঁপে কেঁপে ওঠে নিরন্তর ; কামনা বাসনার জ্বর ওঁৎ পেতে থাকে
সোহাগ জল প্রশমিবে কি প্রেম পিপাসা?
হারিয়ে যাওয়ার লোভ সামলানো কী এতো সোজা ?
ঘুমে জাগরণে নিশিদিন স্বপ্নের ঘোরে বিভোরনাকি অহেতুক একঘেয়েমি থেকে খানিক স্বস্তির সন্ধান :