সমস্যা গুলো ধেয়ে আসে প্রবল বেগে
একটাকে সরাতে চাইলে অন্যটা গতিবেগ বাড়িয়ে ফনা তোলে
প্রত্যেকটাই দত্যের মতো চপেটাঘাত করে অবিরত
ক্লান্ত হবার ও দেয়না সময় ।
ঘুমে জাগরণে নিশিদিন চলে তান্ডব তাদের
বেপরোয়া আমি লড়ে যাই ;
আনাচে কানাচে লুকোনো দায় ,
ছোবল বড্ডো ভয়াবহ।
পালাতে শিখিনি
তাই জাপ্টে ধরি
মনের ভেতর চলে ক্যারাটে কুমফু ,
কাঙাল মন।
আড়ম্বর হীন বেদনার ঘুড়ি ওড়ানোর উৎসবে সামিল।পাগলামোর বীজ জড়োসড়োতাবু কাটে, ছেঁড়ে, খায়।