
অবিকল স্ত্রোত্রের মতন লেখা ,ভালো লাগে?মধুর ঠোঁটের প্রেমের প্রলাপ ,ভালো লাগে?
অফুরানের প্রশ্রয়,ভালো লাগে ?
সারাক্ষন স্মৃতির আস্ফালন , ভালো লাগে?
তার চেয়ে চলো অন্য কিছু বলি
অন্য কিছু লিখি
অন্য গীত গাই
প্রশ্রয়ের পাহাড় ভাঙি
বর্তমানে বাঁচি।
১৪ই ফেব্রয়ারি ২০১৮
সারাক্ষন স্মৃতির আস্ফালন , ভালো লাগে?
তার চেয়ে চলো অন্য কিছু বলি
অন্য কিছু লিখি
অন্য গীত গাই
প্রশ্রয়ের পাহাড় ভাঙি
বর্তমানে বাঁচি।
১৪ই ফেব্রয়ারি ২০১৮
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited