এলোমেলো
১
সুদে আসলে ভালোবাসার হিসেবে পথ ছুটেছে পাল্লা দিয়ে,
চ্যালেঞ্জ ছুঁড়ে
ভালোবাসার সুতোয় বাঁধা বিবেকের পরাজয়গুলি
খুঁড়িয়ে তবুও ছুট-ছুট...
২
এলোমেলো বিচ্ছিন্ন বিবর্ণ
অতীতের পাতা ওল্টাতে চাইলেও
ভাঁজে ভাঁজে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো
হওয়াতে উড়তে থাকে
কুড়োতে হাপিয়ে উঠি
কিছু শব্দ মিসিং তবুও।
৩
ফাঁকির ঘরে নাছোড়বান্দা শব্দের কোন্দল।
আবর্জনা সম ,হদিশ বিহীন
স্মৃতির ভান্ডার উলঙ্গ।
মায়াকাজল মুছে শূন্য হতে চাওয়া।
৪
আলিঙ্গনের তরেই তড়পায়।
প্রেমে ব্যর্থ পুরুষেরাও
প্রেম দিতে নাহি জানে।
শুধু চেখে দেখা।
৫
ঘুণে ধরা ,পোকাতে কাটা,
ছিন্নভিন্ন তিক্ত সম্পর্কগুলোতে
পেস্টিসাইড আর আতরের স্প্রে দিয়ে রাখি।
কখনো যদি আদিখ্যেতার কুচকাওয়াজ কানে আসে
বেবাক কুঁড়িগুলি ফুটতে দেব অবলীলায়......
৬
জং ধরা অতীত
মরচে রং ধরেছে
অবসরে ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে।
৭
কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।
৮
কিছু কথা ছিল দিশেহারা।
আঙুলে আঙুলে ,
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।
কথাগুলো ব্যাথা হলো
ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।
১
সুদে আসলে ভালোবাসার হিসেবে পথ ছুটেছে পাল্লা দিয়ে,
চ্যালেঞ্জ ছুঁড়ে
ভালোবাসার সুতোয় বাঁধা বিবেকের পরাজয়গুলি
খুঁড়িয়ে তবুও ছুট-ছুট...
২
এলোমেলো বিচ্ছিন্ন বিবর্ণ
অতীতের পাতা ওল্টাতে চাইলেও
ভাঁজে ভাঁজে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো
হওয়াতে উড়তে থাকে
কুড়োতে হাপিয়ে উঠি
কিছু শব্দ মিসিং তবুও।
৩
ফাঁকির ঘরে নাছোড়বান্দা শব্দের কোন্দল।
আবর্জনা সম ,হদিশ বিহীন
স্মৃতির ভান্ডার উলঙ্গ।
মায়াকাজল মুছে শূন্য হতে চাওয়া।
৪
আলিঙ্গনের তরেই তড়পায়।
প্রেমে ব্যর্থ পুরুষেরাও
প্রেম দিতে নাহি জানে।
শুধু চেখে দেখা।
৫
ঘুণে ধরা ,পোকাতে কাটা,
ছিন্নভিন্ন তিক্ত সম্পর্কগুলোতে
পেস্টিসাইড আর আতরের স্প্রে দিয়ে রাখি।
কখনো যদি আদিখ্যেতার কুচকাওয়াজ কানে আসে
বেবাক কুঁড়িগুলি ফুটতে দেব অবলীলায়......
৬
জং ধরা অতীত
মরচে রং ধরেছে
অবসরে ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে।
৭
কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।
৮
কিছু কথা ছিল দিশেহারা।
আঙুলে আঙুলে ,
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।
কথাগুলো ব্যাথা হলো
ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।